ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

  ১৯ জুন, ২০১৯

ধর্মপাশায় ৪০০ বস্তা সরকারি চাল জব্দ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় খাদ্য অধিদফতরের সিল সংবলিত ৩০ কেজি ওজনের ৪০০ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। গত সোমবার সকালে সদর ইউইনয়নের ত্রিমুখী মোড়ে মালবাহী একটি ট্রাক থেকে এসব চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রাকচালক আবুল কাশেম (৪৮) ও হেলপার নূরুল আমিনকে (১৯) আটক করা হয়েছে। ওই ট্রাকচালকের বাড়ি ময়মনসিংহ জেলা সদরের আকুয়া দরগাবাড়ী এলাকায়। হেলপার নুরল আমিনের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মুন্সীপাড়া গ্রামে। এ ঘটনায় উপজেলার মধ্যনগর বাজারের মেসার্স ফারুকী সেমি অটো রাইসমিলের প্রোপাইটার বিভু রায়সহ তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা দুই থেকে তিনজনকে আসামি করে সোমবার সন্ধ্যায় ধর্মপাশা থানায় একটি মামলা করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেলিম হায়দার বলেন, ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, খাদ্য অধিদফতর লেখা সংবলিত বস্তায় থাকা চালগুলোর ব্যাপারে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে। ধর্মপাশা থানার ওসি এজাজুল ইসলাম বলেন, এ ঘটনায় সোমবার সন্ধ্যায় ধর্মপাশা থানায় একটি মামলা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close