পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

  ১৯ জুন, ২০১৯

পাথরঘাটায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১০

বরগুনার পাথরঘাটায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের পূর্ব কালমেঘা এলাকায় নুর মোহাম্মদ শিকদার ও আবুল বাসার হাওলাদার পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, নুর মোহাম্মদ ও আবুল বাসার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয় পর্যায়ে বেশ কয়েকবার সালিশী বৈঠক বসলেও কোন সমাধান হয়নি। সোমবার সন্ধার দিকে বিরোধপূর্ণ জমিটিতে গেলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

আহতদের প্রথমে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আহতদের মধ্যে আবুল বাসার হাওলাদার, মোশারেফ হাওলাদার, ইলিয়াস হাওলাদার, আব্দুল হাই ও তাসলিমাকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালমেঘা ইউপি চেয়ারম্যান আকন মো. শহিদ জানান, বিরোধীয় জমি নিয়ে দু’পক্ষের মধ্য স্থানীয়ভাবে কয়েকবার সালিশ বেঠক হলেও কোন সমাধান হয়নি। পাথরঘাটা থানার এসআই কাজল ইসলাম জানান, এ ঘটনায় হুমায়ুন কবির বাদি হয়ে ১১ জনকে আসামি করে পাথরঘাটা থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় দু’জনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগার পাঠানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close