রংপুর ব্যুরো

  ১৯ জুন, ২০১৯

রংপুরে দুই মাসব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রশিক্ষণ

রংপুর জেলা প্রশাসক এনামুল হাবীব বলেছেন, জনবহুল এই দেশের বৃহৎ একটা অংশ তরুণ প্রজন্ম। আর কর্মক্ষম তরুণরাই দেশের মূল শক্তি। তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধি করে দেশ এগিয়ে যাবে। তিনি বলেন, দক্ষ জনগোষ্ঠীর মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব। বর্তমান সরকার জনগণের জীবনমান উন্নয়নের নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সরকারের গৃহীত কার্যক্রমের সুফল তৃণমূলের জনগণের নিকট পৌঁছে যাচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর টেকনিক্যাল সেন্টারে (টিটিসি) পীরগঞ্জের ক্ষুদ্র নৃ-গোষ্ঠির তরুণ-তরুণীদের সমাপনি প্রশিক্ষণে তিনি এসব কথা বলেন। এর আগে ১৭ জন তরুণ-তরুণীকে দুই মাসব্যাপী ‘ওয়েল্ডিং এ্যান্ড ফেব্রিকেশন’ শীর্ষক প্রশিক্ষণ সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার টি. এম. এ. মমিন, রফিকুল ইসলাম, রাকিবুল বাহার, প্রমুখ। সভাপত্বিত করেন টিটিসি’র অধ্যক্ষ প্রকৌশলী লুৎফর রহমান। উল্লেখ্য, গত ১৫ এপ্রিল স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রশিক্ষণ কর্মসূচি’র উদ্বোধন করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close