নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

  ১৮ জুন, ২০১৯

২০০ বছরের মন্দিরের জমি দখলমুক্ত করলেন এসিল্যান্ড

ঢাকার দোহার উপজেলার রায়পাড়ার অন্তত ২০০ বছরের পুরাতন শিবমন্দির দখলমুক্ত করেছে প্রশাসন। গত রোববার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র ঘটনাস্থলে গিয়ে জমি দখল করে নির্মাণাধীন ইটের প্রাচীর ভেঙে ফেলার নির্দেশ দেন। স্থানীয় সূত্রে জান যায়, শিবমন্দিরের জমি, পার্শ্ববর্তী তিনটি ভবন ও শ্মশানের জমি দখলের চেষ্টা করে আসছিলেন স্থানীয় বাসিন্দা আবদুর রাজ্জাক মুন্সী। সবশেষ তিনি শিবমন্দিরের জমিতে বাউন্ডারি ওয়াল তৈরি করার চেষ্টা করেন। স্থানীয়রা রাজ্জাক মুন্সীকে বাধা দিলেও কর্ণপাত করেননি তিনি। রোববার সকালে বিষয়টি স্থানীয়রা ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং দোহার উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক সাংবাদিক অমিতাভ পাল অপুকে জানান। তৎক্ষাণিক বিষয়টি দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবাকে অবহিত করেন অমিতাভ অপু।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close