বেরোবি ও কয়রা (খুলনা) প্রতিনিধি

  ১৮ জুন, ২০১৯

প্রস্তাবিত বাজেটকে অভিনন্দন

বেরোবিতে সংবাদ সম্মেলন কয়রায় আনন্দ মিছিল

প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটকে জনকল্যাণ ও বাস্তবমুখী হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ ফ ম মুস্তফা কামালকে অভিনন্দন জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের শাখা সহসভাপতি কমলেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সম্পাদক মশিউর রহমান। লিখিত বক্তব্যে মশিউর রহমান বলেন, এ বাজেট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সহায়ক ভূমিকা পালন করবে এবং দেশের আর্থসামাজিক নিরাপত্তা ও প্রবৃদ্ধি সুদৃঢ় করবে। এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ মধ্যম আয়ের রাষ্ট্রের মর্যাদা লাভ করবে। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি কমলেশ চন্দ্র রায়, যুগ্ম সম্পাদক নুরুজ্জামান খান, প্রচার সম্পাদক মাসুদার রহমান প্রমুখ। এদিকে খুলনা কয়রা প্রতিনিধি জানান, বাজেট ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে কয়রায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা ছাত্রলীগের সম্পাদক এস এম সোহেল রানা সৌরভের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। পরে এক আলোচনা সভায় বক্তব্য দেন ছাত্রলীগের নবনির্বাচিত সম্পাদক এস এম সোহেল রানা সৌরভ, উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক আল আমিন ইসলাম, প্রজন্ম লীগের সভাপতি শামীম রেজা, ছাত্রলীগ নেতা রায়হান কবির চঞ্চল, সাবিরুল ইসলাম, রিয়াছাদ আলী, নাজমুস ছাদাত শুভ, অশোক কুমার বৈদ্য, মুহাইমিন সৌরভ, আবু হানিফ প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close