সুনামগঞ্জ প্রতিনিধি

  ১৮ জুন, ২০১৯

সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট

মালিক-শ্রমিকদের আইনি সহায়তা দেবেন না আইনজীবীরা

পরিবহন শ্রমিকরা সাধারণ যাত্রীদের জিম্মি করে আগামী ২৪ শে জুন পরিবহন ধর্মঘট ডেকেছে। বিআরটিসি বাস বন্ধের দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের অনৈতিক ধর্মঘটের কারণে সাধারণ মানুষ হয়রানির শিকার হবে। একদল অসাধু স্বার্থন্বেষী বাস মালিকদের সিন্ডিকেট সুনামগঞ্জ-সিলেট সড়কে দীর্ঘদিন ধরে ফিটনেসবিহীন দিয়ে যাত্রী পরিবহন করছেন। মালিকরা তাদের স্বার্থে পরিবহন শ্রমিকদের ব্যবহার করে সড়কে নৈরাজ্য চালাচ্ছে। সরকার জনগনের সুবিধার্থে বিআরটিসি বাস সেবা চালু করেছে। সরকারের এমন উদ্যোগের বিপক্ষে গিয়ে পরিবহন মালিক শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়েছেন। যা অত্যন্ত অমানবিক ও সন্ত্রাসী কার্যকলাপ। এমন কর্মকা-ের বিরুদ্ধে সম্মলিতভাবে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যরা।

এছাড়াও সাধারণ জনগনের বিরুদ্ধে এমন আন্দোলনে পরিবহন মালিক শ্রমিকদের কোনো আইনী সহায়তা প্রদান করা হবে না বলে প্রতিশ্রুতি জানিয়েছেন জেলার আইনজীবীরা। গতকাল সোমবার দুপুরে জেলা কালেক্টর ভবনের সামনে মানববন্ধন চলাকালে এসব কথা বলেন জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

মানববন্ধনে সংগঠনের সভাপতি অ্যাড. চান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. সাহরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র আইনজীবী আফতাব উদ্দিন, অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, অ্যাড. রুকেস লেইস, অ্যাড. মতিউর রহমান পীর, অ্যাড. মল্লিক মইনুদ্দিন সোহেল, অ্যাড. শামছুন নাহার শাহানা রাব্বানী, অ্যাড. শফিকুল আলম, সৈয়দ শায়েখ আহমদ, পাবলিক প্রসিকিউটর খায়রুল কবির নোমেন, মাসুক আলম প্রমুখ। এসময় জেলা আইনজীবী সমিতির সিনিয়র জুনিয়র শতাধিক আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close