ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ১৬ জুন, ২০১৯

মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে হাতের ছাপ গ্রহণ

জীবিত মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে তাদের হাতের ছাপ সংগ্রহের কর্মসূচি গ্রহণ করেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে দুই দিনব্যাপী হাতের ছাপ সংগ্রহের কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী। জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ৯টি উপজেলায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যা পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সাবেক ডিপুটি কমান্ডার আলমগীর হোসেন মন্ডল, মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ আবদুল জলিল সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জালাল উদ্দিন প্রমুখ। দুই দিনে জীবিত ৫১৭ মুক্তিযোদ্ধার হাতের ছাপ, ছবিসহ তথ্য সংগৃহীত করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close