নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ১৬ জুন, ২০১৯

বিএসবি ফাউন্ডেশন স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯

স্কুল ক্রিকেট টুর্নামেন্ট জয়ী অগ্রণী হাইস্কুল

বিএসবি ফাউন্ডেশন স্কুল ক্রিকেট টুর্র্নমেন্ট-২০১৯’র ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে গাজীপুরের অগ্রণী হাই স্কুল। খেলায় ক্যাম্ব্রিয়ান স্কুল এন্ড কলেজকে ১০ উইকেটে হারা তারা। গতকাল শনিবার নারায়ণগঞ্জ ফতুল্লা খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। হ্যাট্রিকসহ চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছে তানভীর আহমেদ ও সর্বোচ্চ রান করায় টুর্ণামেন্ট সেরা হয়েছে হাসান। ফাইনাল শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহ্সান রাসেল। প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহ্সান রাসেল বলেন, বাংলাদেশ সরকার স্টেডিয়াম নির্মাণের নির্দেশ দিয়েছেন। পূর্বাচলে আমরা অত্যাধুনিক ও আন্তজার্তিক মানের একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরী করতে চলেছি। পাশাপাশি কক্সবাজারেও একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণ করতে যাচ্ছি। এমনি করে জেলাগুলোতে অন্যান্য খেলাধুলা, বিভিন্ন ঘরোয়া খেলাধূলার সুযোগ-সুবিধাসহ স্টেডিয়াম নির্মাণ করা হবে। অনুষ্ঠানের সভপতি বিএসবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন এম কে বাশার বলেন, স্কুল পর্যায় থেকে যদি আমরা ক্রিকেটাদের তৈরি করতে পারি তাহলে তারা সামনে আরো ভালো করবে। সরকারও এ বিষয়টিতে জোর দিচ্ছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. জাফর আহমেদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী মো. নিজামউদ্দীন চৌধুরী সুজন, নাজমুল আবেদীন, ক্রীড়া পরিষদের সচিব মাকসুদ করিম, গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরসহ প্রমুখ।

উল্লেখ্য, ঢাকা ও তার আশেপাশের ৬৪টি স্কুলের ক্রিকেট দলের অংশগ্রহণে ক্ষুদে ক্রিকেটারদের প্রতিভা অন্বেষণ ও অধিকতর সম্পৃক্তকরণ করতে স্কুল ক্রিকেট-২০১৯ টুর্নামেন্ট এর আয়োজন করা হয়। গত ১৬ মার্চ গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close