উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১৫ জুন, ২০১৯

উল্লাপাড়ায় ৮২ কোটি টাকা ব্যয়ে রেলওয়ে ওভারপাসের ভিত্তিপ্রস্তর

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় ৮২ কোটি টাকা ব্যয়ে রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরবাড়ী মহাসড়কে আরএস বাসস্ট্যান্ডের পাশে রেলপথের দুই প্রান্তে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য তানভীর ইমাম।

পরে স্থানীয় এইচ টি ইমাম ডিগ্রি কলেজ মাঠে সিরাজগঞ্জ সড়ক বিভাগের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন সংসদ সদস্য তানভীর ইমাম। এতে সভাপতিত্ব করেন জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রাং। আরো বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন হাবিব, অধ্যাপক ইদ্রিস আলী, ওসি দেওয়ান কউশিক আহম্মেদ প্রমুখ। উল্লেখ্য, বগুড়া-নগরবাড়ী মহসড়কে উল্লাপাড়া আরএস বাসস্ট্যান্ড এলাকার কাছাকাছি ঢাকা-ঈশ্বরদী রেলপথের ওপর প্রায় ২৬৭ মিটার দীর্ঘ এ ওভারপাস নির্মাণ করা হবে। এছাড়া ওভারপাসের উভয় পাশে প্রায় ৫০০ মিটার মহাসড়ক ও ওভারপাস ঘিরে সড়কপথ নির্মাণ করা হবে। এতে মোট প্রায় ৮১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। সিরাজগঞ্জ সড়ক বিভাগ এর নির্মাণ কাজ বাস্তবায়ন করবে। এ রেলপথে ঢাকার সঙ্গে চাপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, দিনাজপুর, খুলনা ও কলিকাতাসহ আরো ক’টি রুটে প্রতিদিন প্রায় ৩০টি ট্রেন চলাচল করে থাকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close