শেরপুর প্রতিনিধি

  ১৪ জুন, ২০১৯

শেরপুরে অনুমোদন ছাড়াই স্কুলের গাছ কর্তন

শেরপুরে কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই স্কুলের ২১টি গাছকাটার অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মামলা করেছে প্রধান শিক্ষক। সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের ৫৪নং নলবাইদ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধে গত ১১ জুন প্রধান শিক্ষক লতিফা পারভীন এ মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই স্কুলের সাবেক সভাপতি মো. আবদুল হামিদ ও তার ছেলে রুমান মিয়াসহ অজ্ঞাত আরো চার থেকে পাঁচজন গত ২৭ মে স্কুল বন্ধ থাকার সুযোগে সরকারি প্রতিষ্ঠানে অনাধিকার প্রবেশ করে। পরে স্থানীয়দের বিধিনিষেধ অপেক্ষা করে জোরপূর্বক ২১টি মাঝারি ও বড় সাইজের মেহগনি গাছ কেটে নিয়ে যায়। এর আগে এলাকাবাসীর পক্ষে স্থানীয় মনিরুজ্জামানসহ ৩০ জন গ্রামবাসীর স্বাক্ষর সংবলিত একটি অভিযোগ সদর ইউএনও ফিরোজ আল মামুনের দফতরে জমা দেওয়া হয়।

সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, অভিযোগটির প্রাথমিক সত্যতা পাওয়ায় এটি মূল এজাহার হিসেবে গণ্য করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close