গাইবান্ধা প্রতিনিধি

  ১৩ জুন, ২০১৯

কৃষি খাতে বাজেটে ৪০ শতাংশ বরাদ্দের দাবি

আসন্ন বাজেটের ৪০ শতাংশ কৃষি খাতে উন্নয়ন বরাদ্দের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সমাজতান্ত্রিক ক্ষেতমজুর, কৃষকফ্রন্ট ও বাসদ মাকর্সবাদী’র যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে সংগঠন কার্যালয় চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বাসদ মাকর্সবাদীর জেলা আহ্বায়ক আহসানুর হাবীব সাঈদ, সদস্য সচিব মঞ্জুর আলম মিঠু, কৃষক ফ্রন্টের সদর উপজেলা সভাপতি গোলাম সাদেক লেবু প্রমুখ।

সমাবেশে বক্তারা ২০১৯-২০ অর্থ বছরের বাজেটের উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ কৃষি খাতে বরাদ্দের দাবি জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close