চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ১৩ জুন, ২০১৯

শিবগঞ্জে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মার্কাজ মসজিদ চত্বরের আজ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা। এ উপলক্ষে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শেষ মুহূর্তে চলছে প্যান্ডেল তৈরির কাজ। মুসুল্লিদের থাকা-খাওয়ার সুবিধার্থে মসজিদ চত্বরে নির্মাণ করা হচ্ছে অস্থায়ী টয়লেট ও ওজুখানার।

আয়োজকরা জানান, জেলার সদর, শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার লক্ষাধিক মুসুল্লির সমাগমের লক্ষে তাদের ইজতেমার কাজ দ্রুত এগিয়ে চলছে। ইতিমধ্যেই ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ ও বাংলাদেশের অভ্যন্তরীণ ১৫টি তাবলীগের জামাত ইজতেমা চত্বরে ইজতেমা সফল করতে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আজকের মধ্যে জেলার ৫ উপজেলায় ইজতেমা সফল করতে আসা কর্মরত ৫০টি জামাত ইজতেমা চত্বরে যোগ দেবে। এ ব্যাপারে জেলা ভারপ্রাপ্ত তাবলীগ জামাতের আমীর আলহাজ আকবর আলী জানান, শিবগঞ্জে এ বছরই প্রথমবার জেলা ইজতেমা শিবগঞ্জ মার্কাজ চত্বরে অনুষ্ঠিত হচ্ছে। এস্তেমা সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এএসপি মাহবুবুল আলম খান জানান, সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ইজতেমা চত্বরে পোশাকধারী ও পোশাকবিহীন আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close