শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১২ জুন, ২০১৯

শাহজাদপুরে স্কুলছাত্র খুন

জড়িতের শাস্তি দাবি

পুলিশ সদস্যের হাতে থাকা শটগান কেড়ে নিয়ে গুলি করেন সেনাসদস্য পলাশ উদ্দিন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরবর্ণিয়া গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র ইউনুস আলীর (১৪) হত্যাকারী সেনা সদস্য পলাশ উদ্দিন মোল্লার ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রেস ক্লাব সংলগ্ন প্রধান সড়কে সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

উপজেলা সদর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে চর বর্ণিয়া গ্রাম থেকে শ্যালোযোগে এসে নিহত স্কুল ছাত্রের স্বজন, সহপাঠিসহ গ্রামের শতশত নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেয়। এতে বক্তব্য দেন নিহত ইউনুস আলীর পিতা জয়নাল শেখ, মা রওশন আরা বেগম, ভাই সাদ্দাম হোসেন, বোন লিলি খাতুন, তানিয়া খাতুন, সোনিয়া খাতুন, ওয়ারেছ আলী, সোহানুর ইসলাম, আল-আমিন হোসেন প্রমুখ। বক্তারা ইউনুস আলীর হত্যাকান্ডের সঙ্গে জড়িত সেনা সদস্য পলাশ উদ্দিন মোল্লা ওরফে তারাব আলীসহ অন্যদের ফাঁসির দাবি জানান। এছাড়া পলাতক আসামিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত ৪ জুন মঙ্গলবার সকালে উপজেলার গালা ইউনিয়নের চর বর্ণিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেনা সদস্য পলাশ উদ্দিন মোল্লার নেতৃত্বে তার সমর্থকরা প্রতিপক্ষ আখের শেখকে কুঁপিয়ে গুরুতর জখম করে। এর জের ধরে ওই দিন বিকেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে ওই সেনা সদস্য কনস্টেবল মিঠুনের হাতে থাকা শর্টগান কেড়ে নিয়ে প্রতিপক্ষের উপর গুলিবর্ষণ করে। এসময় আখের শেখের চাচাতো ভাই ইউনুস আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close