ধুনট (বগুড়া) প্রতিনিধি

  ১১ জুন, ২০১৯

সোলার প্যানেলের ব্যাটারি চুরি

ধুনটে রামদার কোপে নারীর হাত বিচ্ছিন্ন, আহত ৯

বগুড়ার ধুনট উপজেলায় ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে সহিংসতায় রামদার কোপে শাহানা খাতুন (৫৫) নামে একগৃহধুর কবজি বিচ্ছিন্ন করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কৈয়াগাড়ি গ্রামের শেখ রাসেল স্মৃতি সংঘের সোলার প্যানেলের ব্যাটারি চুরি ঘটনায় গতকাল সোমবার সকালে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে এ সহিংসতা ঘটে। এতে উভয় পক্ষের আরো ৮ জন আহত হয়েছে। আহত শাহানা খাতুন ওই গ্রামের কফিল উদ্দিনের স্ত্রী। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে। আটককৃত হলেন আল আমিন, বিপ্লব হোসেন ও রনি খাতুন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে স্মৃতি সংঘের সোলার প্যানেলের ব্যাটারি চুরি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই সংগঠনের সদস্য কৈয়াগাড়ি গ্রামের আল আমিনের সঙ্গে একই গ্রামের লিমন মিয়ার মারপিট হয়। সোমবার সকালে এ নিয়ে সমঝোতার বৈঠকের প্রস্তুতিকালে উভয় পক্ষের মধ্যে এই সহিংস ঘটনা ঘটে। এতে শাহানার বাম হাতের কবজি রামদার কোপে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি এখন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close