গাইবান্ধা প্রতিনিধি

  ১০ জুন, ২০১৯

গাইবান্ধা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

গাইবান্ধা জেলা আইন শৃংখলা কমিটির সভায় মাদক, চোরাচালান ও অবৈধ ইটভাটা প্রতিরোধে জোরারোপ করা হয়েছে। সেই সঙ্গে জেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ও যানজট নিরসনে গুরুত্ব দেন রক্তারা। গতকাল রোববার জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আইন শৃংখলা ও অন্যান্য মাসিক অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কমিটির উপদেষ্টা গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এএসপি রাহাত গাওহারী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেবুন নাহার, সদর উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, সদর ইউএনও উত্তম কুমার রায়, জেলা চেম্বার অব কমার্স সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদির, জেলা মটর মালিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেনসহ অন্যান্য।

সভাগুলোতে সংশিষ্ট কমিটির সদস্য, ৭টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, র‌্যাব, বিজিবি, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর, জেলাসহ সকল বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close