কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

  ১০ জুন, ২০১৯

কেন্দুয়ায় বিষ প্রয়োগে ৮ শতাধিক হাঁস নিধন

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিষ প্রয়োগে ৮ শতাধিক হাঁস নিধনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের ছবিলা গ্রামে এ ঘটনা ঘটেছে। সরজমিনে গেলে হাঁসের খামারিদের সঙ্গে কথা বলে জানায়, তিন মাস ধরে ১৭০০ হাঁস নিয়ে তাদের খামারটির পরিচর্যা করছেন। শফিক নামে এক বেপারির কাছে প্রতি হাঁস ১৫০ টাকা দরে সব হাঁস বিক্রি করা হয়েছিল। রোববার হাঁসগুলো নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার পূর্বেই বিষে আক্রান্ত হয়ে ৮ শতাধিক হাঁস মারা গেছে। খামারি আবুল কাসেম কান্নাজড়িত কন্ঠে জানান, খুব কষ্ট করে দুই লাখ টাকা ঋণ এনে এবং ভাতিজা আবুল হাসেমকে অর্ধেক শেয়ারে নিয়ে হাঁসের খামারটি করেছিলাম। তিনি জানান, প্রতিদিনের মতো বাড়ীর পাশের ধান কাটা ক্ষেতে হাঁসগুলো খাওয়াতে নিয়ে গেলে পানি খেয়ে হাঁসগুলো অসুস্থ্য হয়ে একে একে মৃত্যুরকুলে ঢলে পড়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close