জামালপুর প্রতিনিধি

  ১০ জুন, ২০১৯

ব্রহ্মপুত্র রক্ষার দাবিতে জামালপুরে মানববন্ধন

ব্রহ্মপুত্র নদসহ দেশের নদনদী রক্ষায় জামালপুর মানববন্ধন করেছে পরিবেশ রক্ষা আন্দোলন ও সম্মিলিত সামাজিক আন্দোলন। গতকাল রোববার দুপুরে শহরের ফৌজদারি মোড়ে এ মানববন্ধনে অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন, ব্রহ্মপুত্র নদের জমি জাল কাগজপত্র তৈরি করে স্থানীয় প্রভাবশালী মহল নিজেদের নামে দলিল করে নিচ্ছে। এর বলে ড্রেজার মেশিনে বালি উত্তোলন ও অবৈধ স্থাপনা গড়ে তুললেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। মানববন্ধনে নদী খেকো এবং ভূমিদস্যুদের হাত থেকে ব্রহ্মপুত্র রক্ষা, নদ-নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করা, অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান বক্তারার। সেই সঙ্গে নদী কেন্দ্রিক জীবনধারা ফিরিয়ে আনা, জীববৈচিত্র্য স্বাভাবিক রাখা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার আহ্বান জানান হয়। জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্ব এতে বক্তব্য দেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সম্পাদক লুৎফর রহমান, সহসভাপতি দুলাল হোসাইন, পরিবেশ কর্মী উৎপল কান্তি ধর, নুরুল হক জঙ্গী, মোস্তফা বাবুল, সায্যাদ আনসারীসহ অন্যান্য।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close