প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৯ জুন, ২০১৯

ঈদে বগুড়া ও ফুলবাড়িয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা

ঈদের ছুটিতে বগুড়ায় ২ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় শহরের সাতমাথায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদানের আয়োজন করে বাংলার মুখ বগুড়া জেলা শাখা। এদিকে ফুলবাড়িয়ায় কুশমাইল ধামর গ্রামে চারজন এমবিবিএস চিকিৎসক ২৮৩ রোগীর মধ্যে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন। নব-তরুণ সংগঠনের ব্যানের গতকাল শনিবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর আয়োজনটি করেন।

বগুড়া প্রতিনিধি জানান, ৩দিন ব্যাপি সেবাদানের ২য় দিন শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চিকিৎসা সেবা দেওয়া হয়। এর উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি।

এতে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ বগুড়ার সভাপতি ডা. সামির হোসেন মিশু। সংগঠনের সভাপতি হাসিবুল হাসান মুনের সভাপতিত্ব ও সংগঠনে সম্পাদক আব্দুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সংগঠনের উপদেষ্টা আব্দুস সালাম বাবু।

এতে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. সামির হোসেন মিশু, ডা. মোস্তাফিজুর তুহিন, ডা. মনিরুল ইসলাম নয়ন, ডা. ফাজজানুল ইসলাম, ডা. ইমতিয়াজ আলী সাফী, ডা. সামছুজ্জোহা, ডা. আব্দুল্লাহ আল বারী ও ডা. শামীম হোসেন।

এদিকে ময়মনসিংহের ফুলবাড়িয়া প্রতিনিধি জানান, উপজেলার কুশমাইল ইউনিয়নের ধামর আফাজিয়া দাখিল মাদরাসায় সকাল সাড়ে ৯টা থেকে দিনাজপুর মেডিকেল কলেজের ডা. মো. আবু সাঈদ, ডা. রাসেল আহামেদ,ডা. মো. হেলাল উদ্দিন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ডা. মোহাম্মদ জুয়েল চিকিৎসা সেবা দিয়েছেন।

ধামর নব-তরুণ সংগঠনটির সভাপতি সজিব আহামেদ বলেন, শিক্ষিত তরুণদের নিয়ে এ সংগঠনের মাধ্যমে মূলত বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close