ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ০৯ জুন, ২০১৯

সরাইলে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির দুইপক্ষের সমর্থকদের সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় ঢাকা-সিলেট, কুমিল্লা-সিলেট মহাসড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। তীব্র যাজটের সৃষ্টি হয়। গতকাল শনিবার বিকেলে উপজেলার শাহবাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা উকিল আবদুস সাত্তার ভূঞা তার সমর্থক শাহবাজপুর সেকেন্ড জমাদ্দার পাড়া বিএনপির সমর্থক জুনায়েদকে (২৮) টিআর চাল বরাদ্দ দেন। এ ঘটনায় ক্ষিপ্ত হন বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থক ফাস্ট গেইট এলাকার যুবদল প্রভাবশালী নেতা জুয়েল (৩০)। এতে উকিল আবদুস সাত্তার ভূঞা এমপিকে গালি-গালাজ করেন জুয়েল। এ ঘটনায় সাত্তার সমর্থক জুনায়েদ প্রতিবাদ করলে দুইদলের মধ্যে বিরোধ তৈরি হয়। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে জুয়েল সমর্থকরা জুনায়েদ সমর্থক ব্যবসায়ী বাবুল মিয়াকে মারধোর করলে দুইদলের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়। এসময় মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। ঘন্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ায় মহাসড়কে শতশত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষে জুনায়েদসহ উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। এ সময় মহসড়কে বেশ কয়েকটি দোকান ভাংচুরের ঘটে। খবর পেয়ে ভৈরব ক্যাম্প থেকে র‌্যাব সদস্যরা ও সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়ক থেকে দাঙ্গাবাজদের সরিয়ে দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close