গাইবান্ধা ও চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

  ০৯ জুন, ২০১৯

সাঘাটায় গার্মেন্ট কর্মী চুনারুঘাটে কিশোরের মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোনারুল ইসলাম (৪৫) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পাকুরতলা গ্রামে সেচ পাম্পে বিদ্যুৎ লাইনের সংযোগ দিতে গিয়ে এ মৃত্যু ঘটে। মৃত মোনারুল ওই গ্রামের মুনছুর রহমানের ছেলে। মোনারুল ঢাকায় একটি গার্মেন্টস কারখানায় চাকুরি করতেন।

মৃতের পরিবার জানায়, ঈদের ছুটিতে এসে নিজ বাড়ীতে পানির পাম্পের লাইনে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রতিনিধি জানান, চুনারুঘাটে গাছে উঠে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল মিয়া (১৫) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকাল ৪টার দিকে এ ঘটনাটি ঘটে। মৃত মাদ্রাসা ছাত্র জুয়েল মিয়া চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের আব্দাছালিয়া গ্রামের আব্দুল হাই’র ছেলে। সে হাজী আলিম উল্লা আলিম মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, উপজেলার পাকুড়িয়া গ্রামের বাবু শংকর পালের বাড়ির উত্তরে জাম গাছে জাম পাড়তে গেলে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরের মরদেহ বিদ্যুতের তার থেকে নিচে নামায়।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান জানান, ওই ছাত্রের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে ময়নাতদন্ত শেষে নিহতের আত্মীয়-স্বজেনরা জুয়েল মিয়ার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close