গাজীপুর প্রতিনিধি

  ০৮ জুন, ২০১৯

উপজেলা পরিষদ নির্বাচন

গাজীপুর সদরে সরে দাঁড়ালেন আ.লীগের স্বতন্ত্র প্রার্থী

গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান। ঈদের আগের দিন গত মঙ্গলবার জেলা আ.লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়ে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাড. রীনা পারভীনকে সমর্থন দেন। দিকে নির্বাচনে বিএনপি অংশ না নিলেও বর্তমান চেয়ারম্যান ও বিএনপি নেতা ইজাদুর রহমান মিলন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৮ জুন এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সদর উপজেলা আ.লীগের সম্পাদক হাবিব রহমান খান স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দেন। গত ৩০ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও তিনি প্রার্থীতা প্রত্যাহার না করায় তিনি আনারস প্রতীক পেয়েছিলেন। তবে প্রত্যাহারের শেষ দিনেও তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় ব্যালটে তার নাম ও প্রতীক যুক্ত থাকছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তারিফুজ্জামান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সম্পাদক ইকবাল হোসেন সবুজ, সদর থানা আ.লীগের সভাপতি মোশারফ হোসেন দুলাল, জেলা নেতা আবু বকর সিদ্দিক, দেলোয়ার হোসেন দেলু, নির্বাচনে আ.লীগ মনোনীত চেয়াম্যান প্রার্থী রীনা পারভীনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৪৮৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৫৮ হাজার ৯৬৭ জন এবং মহিলা ভোটার ৫৮ হাজার ৫১৮ জন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close