ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ০৮ জুন, ২০১৯

পানিবন্দি সরাইল মুক্তিযোদ্ধা কমান্ড ও কৃষি অফিস

সামান্য বৃষ্টিতেই গত কয়েকদিন ধরে পানিবন্দি হয়ে আছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয়। স্থানীয়রা জানান, এখানকার পানি আগে পশ্চিম দিকে কৃষি অফিস ঘেঁষে বিআরডিবির পুকুরে যেত। আবার ইউনিয়ন পরিষদের পেছনে ১নং খাস খতিয়ানভূক্ত একটি পঁচা ডোবা রয়েছে। সেই সরকারি ডোবাটি আস্তে আস্তে চলে যাচ্ছে দখলদারদের কবলে। ফলে দুই কারণেই বন্ধ হয়ে যাচ্ছে এখানকার পানি নিস্কাশন ব্যবস্থা। তাই উপজেলা সদরেই পানি জমে থাকছে। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. ইসমত আলী বলেন, আমরা গত কয়েকদিন ধরে পানিবন্ধি হয়ে আছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close