কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ০৮ জুন, ২০১৯

বঙ্গবন্ধুর সুখী-সুন্দর বাংলা গড়তে ঐক্যের আহ্বান

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুখী-সুন্দর সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্ন্য়নের ধারা অব্যাহত রাখতে দলীয় নেতা-কর্মীদের আহবান জানান। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ড. কামাল জনগণকে বিভ্রান্ত করার জন্য কত কিছুই বলে থাকেন, তাদের সাথে জনগণের কোন সম্পৃক্ততা নাই। তাছাড়া খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার।’ গত বৃহস্পতিবার বিকেলে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী। এসময় তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে ঝড়ে ক্ষতিগ্রস্থ উপজেলা কায়েমপুর ইউনিয়নের ৫০টি পরিবার ও একটি স্কুলের জন্য মোট ১০২ বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ বিতরন করেন।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা আ.লীগ যুগ্ম-আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী মো. আজহারুল ইসলাম, রুহল আমিন ভূইয়া বকুল, কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close