ভোলা প্রতিনিধি

  ২৭ মে, ২০১৯

ভোলায় এজেন্টদের ৩৪ লাখ টাকা নিয়ে ডিস্ট্রিবিউটর লাপাত্তা

ভোলায় মোবাইল ব্যাংকিং শিওর ক্যাশের সাধারণ এজেন্টের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়েছে ডিস্ট্রিবিউটর মো. সোহেল তালুকদার। এদিকে এজেন্টরা টাকা ফেরতের দাবিতে গতকাল রোববার দুপুরে শহরের স্টেডিয়াম সড়কে বিক্ষোভ মিছিল করে। এছাড়া অভিযুক্ত সোহেলকে দ্রুত খুঁজে বের করে টাকা ফেরত ও শাস্তি দাবি করেন তারা।

সাধারণ এজেন্টরা জানান, রূপালী ব্যাংকের শিওর ক্যাশের মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা শুরু করলে জেলায় ডিস্ট্রিবিউটরের দায়িত্ব পান প্রতারক সোহেল তালুকদার। শুরু থেকে সোহেল টাকা নিয়ে ঠিকমতো তাদের প্রদান করেন না। গত ২২ মে থেকে ভোলার সাত উপজেলার প্রায় ৫০ থেকে ৬০ জন সাধারণ এজেন্টের টাকা ভাঙিয়ে নগদ টাকা প্রদান করবেন বলে সোহেল তার ডিস্ট্রিবিউটরের সিমে টাকা ট্রান্সফার করতে বলে। পরে এজেন্টরা তার কথা মতো টাকা ট্রান্সফার করেন। ২৩ মে এজেন্টদের ৩৫ লাখ টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে সোহেল ডিস্ট্রিবিউটরের অফিসে তালা ঝুলিয়ে পালিয়ে যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close