মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

  ২৬ মে, ২০১৯

ম্যানেজারের অপসারণের দাবিতে চা শ্রমিক ধর্মঘট

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগান ম্যনেজার ফখরুল ইসলাম ফরিদীর অপসারনের দাবিতে ধর্মঘট শুরু করেছে শ্রমিকরা। গতকাল শনিবার থেকে বাগানের সাড়ে ৯’শ শ্রমিক সকল কাজ বন্ধ রেখে শ্রমিক ধর্মঘট পালস করছে।

চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি কমেট নায়েক ও সম্পাদক মনি লাল বাউড়ি জানান, দীর্ঘদিন ধরে নোয়াপাড়া চা বাগানের শ্রমিকরা ৩৫ দফা দাবি আদায়ের জন্য আন্দোলন করে আসছে। শনিবার সকালে শ্রমিক নেতৃবৃন্দ ম্যানেজারের সাথে এ বিষয়ে কথা বলতে গেলে ম্যনেজার নেতৃবৃন্দের সাথে খারাপ ব্যাবহার করে তাড়িয়ে দেন। শ্রমিকদের স্বার্থ বিরোধী কার্যক্রমের জন্য বাগানের টিলা বাবু পন্ডিত রবিদাসের ও অপসারন দাবি করেছেন।

এ বিষয়ে চা বাগান ম্যানেজার ফখরুল ইসলাম ফরিদী বলেন, সকালে শ্রমিক নেতৃবৃন্দের সাথে তিনি কোন খারাপ ব্যাবহার করেননি। কথা কাটাকাটির এক পর্যায়ে ‘এখন যা তোরা’ বললে শ্রমিকরা উত্তেজিত হয়ে চা বাগানের কাজকর্ম বন্ধ রেখেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close