উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ২৫ মে, ২০১৯

উল্লাপাড়ায় নারীদের সেলাই প্রশিক্ষণ

সিরাজগেঞ্জর উল্লাপাড়ায় আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ১২০ জন নারীকে আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উপজেলা পরিষদের আয়োজনে এডিপি’র অর্থায়নে দু’টি আশ্রয়ন প্রকল্পে এ কর্মসূচী নেওয়া হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধন করেন ইউএনও মো. আরিফুজ্জামান। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভূইয়া, সমবায় অফিসার মারুফ হোসেন প্রমুখ।

পৌর এলাকার এনায়েতপুর আশ্রয়ন প্রকল্পে ৩টি গ্রুপে (ব্যাচে) ৯০ জন নারীকে ১৫ দিনের এবং বাঙ্গালা ইউনিয়নের মোড়দহ এলাকার ৩০ নারীকে এ কর্মসূচীর আওতায় আনা হয়েছে। ইউএনও মো. আরিফুজ্জামান বলেন, আশ্রয়ণ প্রকল্পের বসতি গরিব নারীদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হতে এ প্রশিক্ষণ কর্মসূচী নেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close