ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

  ২৫ মে, ২০১৯

হাটবাজারে গিয়ে কৃষকের ধান কিনবেন ইউএনও

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইলে গত বৃহস্পতিবার দুপুরে প্রান্তিক এক কৃষকের বাড়ি গিয়ে সরকারের নির্ধারিত মূল্যে বোরো ধান ক্রয় কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও লীরা তরফদার। এ সময় ইউএনও কুশমাইল গ্রামের কৃষক ফজলুল হককে কেজিপ্রতি ২৬ টাকা দরে এক টন ধানের মূল্য ২৬ হাজার টাকা হাতে তুলে দেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবীর, খাদ্য গুদাম কর্মকর্তা হুয়ায়ুন খালিদ ধান ক্রয়কালে উপস্থিত ছিলেন।

জানা গেছে, গ্রাম ছাড়াও বিভিন্ন হাটবাজারে গিয়ে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করবেন ইউএনও। আজ রোববার উপজেলার দেওখোলা হাটে ও আগামীকাল সোমবার কেশরগঞ্জ হাটে গিয়ে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করবেন তিনি। এসব হাট এলাকায় মাইকিং করার জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন ইউএনও। উপজেলা খাদ্য অফিস জানায়, ফুলবাড়িয়া উপজেলা থেকে ৬২১ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close