কুড়িগ্রাম প্রতিনিধি

  ২৫ মে, ২০১৯

কুড়িগ্রামে বিকাশ এজেন্টের ৫০ হাজার টাকা ছিনতাই

কুড়িগ্রামে অভিনব কায়দায় বিকাশ এজেন্টের ৫০ হাজার টাকা ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে শহরের পৌর বাজার সংলগ্ন শাহা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম আদর্শ পৌর বাজারের বিকাশ এজেন্ট আজিজুর রহমান বিপুল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল নিয়ে পার্শ্ববর্তী শাহা ফিলিং স্টেশনে তেল নিতে যান। এ সময় তিন ছিনতাইকারী যুবক মোটরসাইকেল নিয়ে তাকে অনুসরণ করে তার পাশে এসে তেল নেওয়ার জন্য দাঁড়ান। ব্যবসায়ী আজিজুর রহমান ব্যাগ থেকে টাকা বের করে তেলের দাম পরিশোধ করছিলেন। এ সময় পাশের গাড়িতে থাকা তিন যুবক আজিজুরকে আকষ্মিক কিল ঘুষি মেরে হাতে থাকা ৫০ হাজার টাকা ছিনতাই করে দ্রুত মোটর সাইকেলযোগে পালিয়ে যায়।

বিকাশ এজেন্ট আজিজুর রহমান জানান, আমি কিছু বুঝে ওঠার আগেই ২১-২৪ বছর বয়সের ওই তিন যুবক কিল ঘুষি মেরে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।

কুড়িগ্রাম সদর থানার এসআই (তদন্ত) রাজু আহমেদ রানা জানান, টাকা ছিনতাইয়ের ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে এসে বিকাশ এজেন্ট এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close