সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

  ২৩ মে, ২০১৯

সুন্দরগঞ্জে ঐতিহ্যবাহী মীরগঞ্জ ধানের হাট

হাট আছে, উঠে না ধান!

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মীরগঞ্জে ধান হাট-ই আছে, কিন্তু এখন উঠে না কেবল ধান। এতে করে একদিকে যেমন মীরগঞ্জ হাটের চারপাশের কমপক্ষে ৬-৭ কি.মি. এলাকার কৃষক ধানের ন্যায্যমুল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

বিগত ১০-১৫ বছর থেকে ঐতিহ্যবাহী এ হাটে এলাকার কৃষকরা তাদের উৎপাদিত ধান বিক্রয় করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, স্থানীয় দালাল ও ফড়িয়াদের দৌড়াত্বের কারণে মাসুল গুণতে হচ্ছে এলাকার সাধারণ কৃষকদেরকে। দালাল ও ফড়িয়ারা দামে কম এবং ওজনে কারচুপির মাধ্যমে কৃষকদেরকে ঠকাত। এর প্রতিবাদ করলে কৃষকদের মারপিটেরও স্বীকার হতে হয়। এক পর্যায়ে বিস্তীর্ণ চরাঞ্চলের কৃষকগণ এ হাটে ধান নিয়ে আসা বন্ধ করে। এ সুযোগে এলাকার দালাল ও ফড়িয়ারা ইচ্ছেমত ধানের দাম নির্ধারণ করে ধান ক্রয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে কৃষকদের সাথে প্রতারণা করে আসছে।

স্থানীয় এক কৃষক বলেন, ‘এমনি ৪০০ টাকাতেও ধান নেয় না, তার পরও ১ মণ ধান বিক্রি করতে গেইলেও ব্যাপারী ছাড়া উপায় নাই। আগে মীরগঞ্জ হাটত যতকোনা ধান বিক্রি করা দরকার ততকোনা বিক্রি করি তাগদা সারবার পাছনো। এলা সে সুযোগও হামার নাই। আর ধান আবাদ করবার নই।’

খাদ্যগুদামে সরাসরি কৃষকদের নিকট থেকে ধান ক্রয়ের খবরে তিনি হেসে বলেন, ওরা দালাল ছাড়া ধান নেয় না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close