হবিগঞ্জ প্রতিনিধি

  ২১ মে, ২০১৯

হবিগঞ্জে ৭ দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি

নানা কর্মসূচি ও আয়োজনের মধ্য দিয়ে গতকাল সোমবার চা শ্রমিক দিবস পালন করেছেন হবিগঞ্জের চুনারুঘাটে অবস্থিত বিভিন্ন চা বাগানের শ্রমিকরা। দিবসটি উপলক্ষে আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন বাগানে বিক্ষোভ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত উপজেলার দেউন্দি বাগানে চা শ্রমিকদের ধর্মঘট চলে। পরে তারা নিজ নিজ কাজে ফিরে যায়। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ও চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানের শ্রমিক নিপেন পাল।

তিনি জানান, দেউন্দি চা বাগান ছাড়াও ১৭টি বাগানে কর্মরত সহস্রাধিক চা শ্রমিক কর্মবিরতি পালন করেছেন। মিথ্যা আশ্বাস দিয়ে স্বল্প মজুরির মাধ্যমে হাড়ভাঙ্গা পরিশ্রমের কাজ করানো হচ্ছে। তাই আমরা দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন, ৪০০ টাকা মজুরি নির্ধারণ এবং ভূমি অধিকারসহ সাত দফা দাবি জানিয়েছি।

চা শ্রমিক নেতা কাঞ্চন বলেন, আমাদের যে মজুরি দেওয়া হয় তা দিয়ে আমাদের সংসার চালানো কঠিন। আমাদের সাত দফা দাবি দ্রুত বাস্তবায়ন না করা হলে পরবর্তী সময়ে আমরা কঠোর আন্দোলনে যাব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close