কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

  ২১ মে, ২০১৯

কালীগঞ্জে পরিবেশ ছাড়পত্র না থাকায় ব্যাটারি কারখানা বন্ধ

গাজীপুরের কালীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় একটি ব্যাটারি কারখানা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম অভিযান চালিয়ে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের বাইপাস মোড়ে এইচকিউ লিড নামের ব্যাটারি কারখানাটি সাময়িক ভাবে বন্ধ করে দেন। স্থানিয়রা জানায়, কালীগঞ্জে কোন নিয়ম-নীতির তোয়াক্কা না করেই প্রশাসনের নাকের ডগায় উন্মুক্ত পরিবেশে এইচকিউ লিড ব্যাটারি কারখানা পরিচালিত হয়ে আসছিল। এ নিয়ে স্থানীয় মানুষের একাধিক অভিযোগও ছিল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম জানান, ইউএনও মো. শিবলী সাদিকের নির্দেশে গত রোববার বিকেলে ওই ব্যাটারি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close