প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২০ মে, ২০১৯

তিন স্থানে ভবন ও সড়ক নির্মাণ উদ্বোধন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন ও একটি সড়ক সংস্কার, পাবনার সুজানগরে মডেল মসজিদ কাম ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এবং পঞ্চগড়ের আটোয়ারীতে বিদ্যালয়ের ভবন নির্মাণ উদ্বোধন করা হয়েছে গতকাল রোববার। আমাদের প্রতিনিধিদের পাঠান খবর :

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন ও সড়ক নির্মাণের কাজ উদ্বোধন করেছেন তানভীর ইমাম। এগুলো হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় ২ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে রাজমান ডিগ্রী কলেজের চারতলা নতুন একাডেমিক ভবন ও ৩৬ লাখ টাকা ব্যয়ে চরপাড়া সরকারিপ্রাথমিক বিদ্যালয়ের উর্দ্ধমুখী দোতলা ভবন। এছাড়া ৪ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে উল্লাপাড়া-গয়হাট্টা জিসি সড়ক উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান, এ্যাড. মারুফ বিন হাবিব, পৌর মেয়র এস.এম. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম প্রমুখ।

সুজানগর (পাবনা) : পাবনার সুজানগর উপজেলায় প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ কাম ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন করেছেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির।

উপজেলা পরিষদ চত্বরে এ উদ্বোধনীতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র আব্দুল ওহাব, ইউএনও সুজিৎ দেবনাথ, গণপূর্ত অধিদপ্তরের জেলা নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদের রোকন, ইসলামিক ফাউন্ডেশন পাবনা জেলার উপ-পরিচালক ইমামুল ইসলাম প্রমুখ।

আটোয়ারী (পঞ্চগড়) : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৬২ লাখ টাকা ব্যায়ে বর্ষালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ গতকাল বিদ্যালয় চত্ত্বরে উদ্বোধন করা হয়েছে। ৯৯ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্ত এ ভবন ৫ কক্ষ বিশিষ্ট। উদ্বোধনীতে উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক মন্ডল, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. নাসির উদ্দীন, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি, উপজেলা প্রকৌশলী, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close