হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১৮ মে, ২০১৯

হালদায় বালুবাহী নৌকার ইঞ্জিন ধ্বংস ও নকল পণ্য জব্দ

চট্টগ্রামের হাটহাজারীতে পৃথক অভিযানে ২০ ধরনের বিপুল পরিমাণ নকল ও ভেজাল পন্য জব্দ করে উপজেলা প্রশাসন। এছাড়া হালদা নদীতে অবৈধ বালুবাহী দুইটি নৌকার ইঞ্জিন ধ্বংস করে দেওয়া হয়। গতকাল শুক্রবার ইউএনও মোহাম্মদ রুহুল আমীন ও সহকারি কমিশার (ভূমি) স¤্রাট খীসা এসব অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জগন্নাথ পাড়া এলাকায় একটি বাসায় অভিযান পরিচালনা করেন। অভিযানে কথিত বাসা থেকে নকল ভেজাল চা পাতা, মসল্লা, লুডুস, সরিষার তৈলসহ উন্নত মানের মোড়কের প্যাকেটে ২০ প্রকারের পন্য জব্দ করা হয়। পবিত্র রমজানের সময় এসব পন্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় চক্রটি তৎপর ছিলো।

অন্যদিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হালদা নদীতে অভিযান চালিয়ে অবৈধ বালুবাহী দুইটি নৌকার ইঞ্জিন আগুনে ধ্বংস করে দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close