হিলি (দিনাজপুর) প্রতিনিধি

  ১৭ মে, ২০১৯

হিলি স্থলবন্দর

‘হিলি পাস’ কার্যক্রমের উদ্বোধন

আমদানি-রফতানির গতি বৃদ্ধি করতে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ‘হিলি পাস’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় হিলি শুল্ক স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য) খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান।

পরে হিলি পানামা পোর্ট লিংক সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে এক আলোচনা সভায় রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ আহসানুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিলি কাস্টমসের যুগ্ম কমিশনার মীর আবু আবদুল্লাহ আল সাদাত, বিজিবি-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মো. আনিছুল হক, স্থলবন্দরের আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজ প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close