ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

  ১৬ মে, ২০১৯

ঈশ্বরদী থানা স্বাস্থ্য কেন্দ্রকে তামাকমুক্ত করার প্রত্যয়

পাবনার ঈশ্বরদী থানা স্বাস্থ্য কেন্দ্রকে তামাকমুক্ত করার উদ্দেশ্যে উন্নয়ন বিকল্প নীতি নির্ধারনী গবেষণা প্রতিষ্ঠান (উবিনীগ) ও তামাক বিরোধী নারী জোট’র আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ঈশ্বরদী উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তামাক নিয়ন্ত্রন সেল, স্বাস্থ্য বিভাগ’র যুগ্ম সচিব খায়রুল আলম শেখ, মাসুদা একরাম (উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা, পাবনা), ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, ইউএনও আহাম্মদ হোসেন ভূইয়া, ডা. কে এম আবু জাফর, পাবনার ডেপুটি সিভিল সার্জন আবুল কালাম আজাদ মিন্টু, ডা. আসমা খানম, আব্দুস সালাম মিঞা, আব্দুস সালাম খান প্রমুখ।

সভায় বক্তারা, ঈশ্বরদীকে তামাক ও মাদক মুক্ত রাখতে স্ব স্ব ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close