বগুড়া প্রতিনিধি

  ১৬ মে, ২০১৯

বগুড়ায় চাষিদের কাছ থেকে ধান কিনতে হবে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, ‘প্রান্তিক চাষিদের কাছ থেকে ধান কিনতে হবে। মধ্যস্বত্ত্বভোগীরা যেন ফায়দা লুটতে না পারে সে দিকে নজর রাখতে হবে।’ গতকাল বুধবার দুপুরে বগুড়া শহরের সুত্রারাপুরস্থ সদর খাদ্যগুদামে জেলা খাদ্য বিভাগের আয়োজনে ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী আরো বলেন, ‘সরাসরি চাষিদের কাছ থেকে ধান কিনতে প্রতিটি উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সমন্বয় কমিটির মাধ্যমে ধানচাল সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে। ধান সংগ্রহের ক্ষেত্রে কোন রকম অনিয়ম বরদাস্ত করা হবে না। কৃষকদের হয়রানী করলে সংশ্লিষ্ট খাদ্য কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকার কৃষকদের ধানের ন্যায্য মূল্য দিতে সংগ্রহ মূল্য ধার্য্য করেছে। চাষিদের শঙ্কিত হওয়ার কোন কারণ নেই।’

বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মনিরুজ্জামান, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম বার, জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন, সম্পাদক মজিবর রহমান মজনু, জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম সাইফুল ইসলাম, বগুড়া পৌরসভার প্যানেল মেয়র সামছুদ্দিন শেখ হেলাল প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close