ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

  ১৬ মে, ২০১৯

বড়পুকুড়িয়া কয়লা বিদ্যুৎকেন্দ্র

দাবি পূরণ না হলে অবরোধের ঘোষণা

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ১৫৪ দক্ষ শ্রমিকের নিয়োগের দাবিতে মানববন্ধনসহ বিক্ষোভ করেছে চাকরি প্রত্যাশী ও তাদের পরিবার। দীর্ঘ ২০ মাস থেকে নিয়মতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম করে আসছেন বলে যায়। সর্বশেষ গতকাল বুধবার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির ব্যানারে সকাল সাড়ে ১০টায় তিন রাস্তার মোড় থেকে একটি মিছিল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে শেষ হয়। পরে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রধান ফটকের সামনের ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন শ্রমিকরা।

শ্রমিকদের দাবির সমর্থনে বক্তব্য রাখেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির উপদেষ্টা ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র দিনাজপুর জেলা শাখার সম্পাদক এসএম নূরুজ্জামান জামান, সংগঠনের সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক আবু সাঈদ, সহ-সম্পাদক কবি শাহাজাহান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য মঞ্জুরুল ইসলাম প্রমুখ। শ্রমিকদের মানববন্ধন চলাকালে বিদ্যুৎ কেন্দ্রের সহকারি পরিচালক (নিরাপত্তা) কামরুল হাসান শ্রমিকদের সঙ্গে দেখা করে দাবি-দাওয়াগুলো লিখিত আকারে দেওয়ার জন্য আহ্বান জানান। সমাবেশে বক্তব্যরা বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রে চুক্তিভিত্তিক কাজে দক্ষ শ্রমিকদের কথা চিন্তা না করে বাইরে থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের বিভিন্নভাবে অপচেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close