মহানগর (সিলেট) প্রতিনিধি

  ১৫ মে, ২০১৯

সিলেটে হত্যা মামলায় যুবকের প্রাণদন্ড

সিলেটে হত্যা মামলায় নুরুল ইসলাম (৩০) নামে এক যুবকের প্রাণদ-ের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন। দ-প্রাপ্ত নুরুল ইসলাম বিশ্বনাথ উপজেলার বন্দুয়া গ্রামের আলতাব আলীর ছেলে। এই আদেশের মাধ্যমে ৯ বছর পর ছেলে হত্যার বিচার পেয়েছেন হাত্যাকান্ডে নিহত তাজ উদ্দিনের (১৭) মা তৈয়বুন্নেছা।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজ প্রতিবেদকে বলেন, রাষ্ট্রপক্ষ সঠিকভাবে মামলা প্রমাণ করতে সক্ষম হওয়ায় একজন মা তার একমাত্র ছেলের খুনের বিচার পেয়েছেন। মামলার দীর্ঘ শুনানি শেষে ৪৪ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

আদালত সূত্র জানায়, ২০১০ সালের ২ আগস্ট রাত ৯টার দিকে তাজ উদ্দিনের মোবাইল কেড়ে নেয় নুরুল ইসলাম। এ ঘটনায় এলাকার স্থানীয় মজর আলীর বাড়িতে শালিস বৈঠকে চোর সাব্যস্থ হন নুরুল। পরে এ ঘটনায় অভিযোগ তুলে নিতে তাজের মা তৈয়বুন্নেছাকে চাপ দেওয়া হয়। এরই জেরে ৯ আগস্ট দুপুরে মাছ ধরার সময় তাজকে ছুরিকাঘাত করেন নুরুল। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে মারা যায় সে। এ ঘটনায় তাজের মা বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় নুরুলসহ পাঁচ জনকে আসামি করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close