আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ১৫ মে, ২০১৯

তালতলী উপজেলা নির্বাচন

প্রচারে-সমর্থনে এগিয়ে রেজবি

উপজেলা নির্বাচনের প্রার্থী ঘিরে জমজমাট বরগুনার তালতলীর রাজনীতি। এরমধ্যে প্রচার-সমর্থনে এগিয়ে আছেন উপজেলা আ.লীগের সভাপতি রেজবিউল কবির জোমাদ্ধার। গত সোমবার সম্ভাব্যপ্রার্থী বাছাইয়ে তাকেই সমর্থন দেন উপস্থিত অধিকাংশ নেতাকর্মী। আগামী ১৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে এ উপজেলা পরিষদ নির্বাচন। তালতলী উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের স্বম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বাছাই উপলক্ষে গত সোমবার ছাতনপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একবর্ধিত সভায় মিলিত হয় উপজেলা নেতৃবৃন্দ। সভায় উপজেলা চেয়ারম্যান পদে চারজনের নাম প্রস্তাব উঠে। তারা হলেন উপজেলা আ.লীগ সভাপতি মো. রেজবি-উল কবির জোমাদ্দার, সম্পাদক মো. তৌফিকুজ্জামান তনু, সাবেক উপজেলা আ.লীগ সভাপতি মো. ফজলুল হক জোমাদ্দার ও যুবলীগ সভাপতি বর্তমান বরখাস্তকৃত উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মিন্টু। এর মধ্যে রেজবি জোমাদ্দারক সমর্থন করেন উপস্থিত অধিকাংশ সদস্য।

দলীয় নেতাকর্মীরা জানা যায়, উপজেলা ছাত্রলীগের সাবকে সভাপতি রেজবিউল ২০০৯ সালে আমতলী-তালতলী উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ¦ীতা করেন। এর আগে তার পিতা মৃত হযরত আলী জোমাদ্দার ১৯৭০ থেকে ২০১৮ পর্যন্ত উপজেলার বড়বগী ইউপি আ.লীগ সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিগত সময় বিএনপি-জামায়াতের শাসনামলে হয়রানির কথা উল্লেখ করে রেজবিউল বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো বঙ্গবন্ধুর আদর্শ বিচ্যুত হইনি। সামগ্রিক বিবেচনায় জননেত্রী শেখ হাসিনা আমার উপর আস্থা রাখবেন। নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়ে নিজেকে জনগণের সেবক হিসাবে প্রতিষ্ঠা করতে চাই।’ উপজেলা তথ্য ও গবেষণা বিষয় সম্পাদক ইদ্রিসুর রহমান তালুকদার বলেন, ‘রেজবিউল কবির জোমাদ্ধারকে দলীয় মনোনয়ন দিলে উপজেলায় নৌকা প্রতীকের জয় সহজ হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close