কুড়িগ্রাম প্রতিনিধি

  ১৩ মে, ২০১৯

বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন

কুড়িগ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই আব্দুর রহমানকে হত্যার দায়ে ছোট ভাই আব্দুল গণিকে (৪৫) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। মামলার অপর ৬ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। গতকাল রোববার দুপুরে জেলা ও দায়রা জজ মুন্সী রফিউল আলম এই আদেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, চিলমারী উপজেলার মাচাবান্ধা গ্রামের আব্দুর রহমানের সাথে তার ছোট ভাই আব্দুল গণির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মামলা আদালতে বিচারাধীন আছে। এ অবস্থায় গত ২০০৯ সালের ১৩ এপ্রিল সকালে আব্দুর রহমান শ্যালো মেশিন দিয়ে জমিতে সেচ দিতে গেলে আব্দুুল গণি লোকজন নিয়ে তার উপর হামলা চালায়। এতে গুরুতর আহত আব্দুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের ছেলে হাবিল উদ্দিন বাদি হয়ে আব্দুল গণিসহ ৭ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close