ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ১১ মে, ২০১৯

আশুগঞ্জে সরকারিভাবে চাল সংগ্রহ শুরু

চলতি বোরো মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সরকারি ভাবে ২২ হাজার ৩৮২ মেট্রিক টন চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার খাদ্য গুদামে এই চাল সংগ্রহ অভিযান শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. হানিফ মুন্সি। চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন ইউএনও মো. নাজিমুল হায়দার।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মঈনুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা চাতালকল ও হাসকিং মালিক সমিতিরি সম্পাদক মো. ওবায়দুল্লাহ, উপজেলা চাতালকল মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান, সম্পাদক শাহজাহান সিরাজ ও ধান চাল ব্যবসায়ী সমিতির সম্পাদক মো. মিজানুর রহমান প্রমুখ।

খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে জেলায় ৩৩ হাজার ৯২৩ মেট্রিকটন চাল সংগ্রহ করবে সরকার। এর মধ্যে সিদ্ধ চাল ২৪ হাজার ৪৩৭ মেট্রিক টন ও আতব চাল ৯ হাজার ৪৮৬ মেট্রিকটন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close