জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

  ০৪ মে, ২০১৯

ন্যাশনাল সার্ভিস প্রকল্পের মেয়াদ বৃদ্ধির দাবিতে মানববন্ধন

ন্যাশনাল সার্ভিস প্রকল্পের মেয়াদ বৃদ্ধির দাবিতে সিলেটের জৈন্তাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পারিষদের উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্টিত হয়।

ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সদস্য সাহেদ আহমদ পরিচালনায় ও আব্দুল হালিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নূরুল ইসলাম মঞ্জুর, মনিরুজ্জামান মনির, মাঈন উদ্দিন, ফয়সাল আহমদ, জাকারিয়া মাসুদ, বাদল দত্ত প্রমুখ। উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেস ক্লাবের সম্পাদক নুরুল ইসলাম, গোলাম সারওয়ার বেলাল, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এম এম রুহেল। মানববন্ধনে বক্তরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকারের বিভিন্ন দপ্তরে ও শিক্ষা প্রতিষ্ঠানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ন্যাশনাল সার্ভিসের উপকারভোগীরা প্রতি মাসের বেতন দিয়ে অনেকের জীবন ও জীবিকা চলে। তাই মেয়াদ শেষ হওয়ার আগেই প্রকল্পটি বন্ধ না করে মেয়াদ ও ভাতা বৃদ্ধি করলে দেশ বেকারত্বের হাত থেকে কিছুটা হলেও মুক্তি পাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close