নাটোর প্রতিনিধি

  ০৪ মে, ২০১৯

চক্ষু ক্যাম্পের উদ্বোধন

চলনবিলবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে নাটোরের সিংড়ায় চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে বিনামূল্যে চক্ষু ক্যাম্প। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় রোটারি ক্লাব অব ঢাকা এবং ধানমন্ডি সেন্ট্রালের আয়োজনে সিংড়ার দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পরে এক উদ্বোধনী সভায় বক্তব্য দেন সাবেক রাষ্ট্রদূত লেফটেন্যান্ট জেনারেল এম হারুন অর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, রোটারি ক্লাব ঢাকা সেন্ট্রালের সভাপতি মিজানুর রহমান ভুঁইয়া, রোটারি ক্লাব ধানমন্ডি সেন্ট্রালের সভাপতি মুনিরুল আলম প্রমুখ। উদ্বোধনী সভার পরে চোখের চিকিৎসা করাতে চলনবিলের বিভিন্ন গ্রাম থেকে রেজিস্ট্রেশনকৃত সহ¯্রাধিক রোগী সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করেন। এ সময় ঢাকার দৃষ্টি চক্ষু হাসপাতাল, সিংড়া পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমúেøক্স ও ফেয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেডের সহযোগিতায় ৮ জন চক্ষু বিশেষজ্ঞসহ মোট ২৫ জন চিকিৎসক রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করে বিনামূল্যে ওষুধ ও চশমা প্রদান করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close