চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

  ০৪ মে, ২০১৯

পদ্মার ডানতীর রক্ষা ও ড্রেজিং প্রকল্পের উদ্বোধন

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীর ডানতীর রক্ষা ও ড্রেজিং প্রকল্পের উদ্বোধন করেন মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন) এমপি। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ভাঙনকবলিত উপজেলাবাসীর দীর্ঘ প্রতিক্ষীত এ প্রকল্পে উদ্বোধন করা হয়।

পরে নদী পাড়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নিক্সন চৌধুরী বলেন, নদী পাড়ের মানুষের বাড়িঘর ও উপজেলা পরিষদ রক্ষায় প্রায় ২৯৩ কোটি টাকার স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্পটি অনুমোদনের চেষ্টা চালাই। সাবেক পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সার্বিক সহযোগিতায় ২০১৮ সালের ৭ আগস্ট একনেক সভায় স্থায়ী বাঁধের প্রকল্পটি পাস করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এতে সভাপতিত্ব করেন পাউবোর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহামুদ। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, ইউএনও পূরবী গোলদার, উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন মুসা, সদরপুর উপজেলা চেয়ারম্যান শফিকুর রহমান কাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মাস্টার, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল কালাম মাস্টার প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close