নড়াইল প্রতিনিধি

  ০৩ মে, ২০১৯

নড়াইলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ

প্রতিবাদে মানববন্ধন

নড়াইল সদরের সিঙ্গাশোলপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংখ্যলঘুদের দোকানপাঠ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি এবং স্থানীয় আ.লীগ অফিস ভাংচুরের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার এর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের শিঙ্গাশোলপুর-মির্জাপুর রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সিঙ্গাশোলপুর ইউপি সদস্য শেখর বিশ^াস, মহিলা সদস্য শেফালী বিশ^াস, অর্পনা বিশ^াস, ব্যবসায়ী বিধান বিশ^াস, ইব্রাহীম ফকির প্রমুখ ।

বক্তারা বলেন, গত বুধবার রাত ১২টার দিকে সিঙ্গাশোলপুর ইউপি চেয়ারম্যান উজ্জল শেখের নেতৃত্বে ২০-২৫জন সন্ত্রাসী সিঙ্গাশোলপুর বাজারে স্থানীয় আ.লীগ অফিসের মধ্যে রাখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় এমপি মুক্তি বিশ্বাসের ছবি, অফিসের চেয়ার-টেবিল ও স্থানীয় ব্যবসায়ী বিধান বিশ^াসের দোকান ভাংচুর ও পার্শ্ববর্তী চুনখোলা বাজারের আহাদ মোল্যা ও আক্তার মোল্যার দোকানের সার্টার দা দিয়ে কুপিয়ে নষ্ট করে। সিঙ্গাশোলপুর ইউপি চেয়ারম্যান উজ্জল শেখ তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. খায়ের ও তার লোকেরা এসব ঘটনা ঘটিয়ে আমাকে বিপদে ফেলার চেষ্টা করছে। এ বাপারে মীর্জাপুর পুলিশ ফাড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. আব্দুল হক বলেন, উজ্জল চেয়ারম্যানের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। ভুক্তভোগীরা অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close