ওমর ফারুক নাঈম, মৌলভীবাজার

  ০৩ মে, ২০১৯

মৌলভীবাজারে রমজানের আগেই বেড়েছে দ্রব্যমূল্য

আর মাত্র কদিন পর পবিত্র মাহে রমজান। মৌলভীবাজার জেলার সবকটি হাটবাজারে রমজান আসতে না আসতেই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে। সবজিসহ প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়েছে। ফলে বিপাকে পড়েছেন নি¤œ ও মধ্য আয়ের সাধারণ মানুষ। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনে খাওয়া যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।

জেলা শহরের কয়েকটি বাজারে সরেজমিনে দেখা যায়, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির চিত্র। কয়েক দিনের ঝড়-বৃষ্টির কারণে এমনটা হচ্ছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। ক্রেতারা বলছেন, রোজার অজুহাতে অনেক বিক্রেতা দাম বাড়িয়ে দিয়েছেন। তবে বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে দাম বেড়েছে। এ কারণে তাঁরাও দাম বাড়াতে বাধ্য হয়েছেন।

বিশেষ করে পেঁয়াজ, রসুন, আদা, চাল, ডাল, ছোলা, চিনি, লবন, দুধ, বেসন, কাচা মরিচ, টমেটো, বেগুন, শসাসহ বিভিন্ন পণ্যের মূল্য বেশ ঊর্ধ্বমুখী। চাহিদার তুলনায় বাজারে পণ্য সরবারহ পর্যাপ্ত থাকার পরও দাম বাড়ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। ক্রেতাদের অভিযোগ সরবরাহ বেশি থাকা সত্বেও লাগামহীন দামে বিক্রি করছেন বিক্রেতারা।

রমজানের প্রয়োজনীয় অন্যতম পণ্য হচ্ছে ছোলা ও খেজুর। সরেজমিনে গিয়ে জানা যায়, শহরের পশ্চিম বাজারে ছোলা বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭২ টাকায়, যা আগে ছিল ৬৭ টাকা। খেজুর বিক্রি হচ্ছে ১৬০ টাকায়, যা আগে ছিলো ১৪৫ টাকা। মুশুর ডাল বিক্রি হচ্ছে ৬০ টাকায়, যা আগে ছিলো ৫৫ টাকা। খেসারী ডাল বিক্রি হচ্ছে ৬৫ টাকায়, যা আগে ছিলো ৬০ টাকা। চিনি বিক্রি হচ্ছে ৫৩ টাকা কেজি দরে। যা আগে ছিলো ৪৯ টাকা। বাধ পড়েনি নিত্যদিনের প্রয়োজনীয় পণ্য লবনও। প্রতি কেজিতে ৪ টাকা করে বৃদ্ধি পেয়েছে। এদিকে, মুরগী, গরু ও ছাগলের মাংশের দামও উঠানামা করছে।

বস্তা প্রতি চিনিগুড়া চাল বিক্রি হচ্ছে ৪ হাজার ১০০ টাকায়, যা আগে ছিলো ৩ হাজার ৮০০ টাকা। কাটারী ভোগ ও আতপ চালের দামও বৃদ্ধি পেয়েছে। রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সাধারণ ক্রেতারা।

মৌলভীবাজার ভোক্তা অধিদপ্তরের নির্বাহী পরিচালক আল আমিন বলেন, মে দিবসের কারণে বাজারে পণ্যের দাম বৃদ্ধি পেতে পারে। তবে রমজানে আমরা সর্বোচ্চো মনিটরিং করবো। প্রতিদিন আমাদের অভিযান অব্যাহত আছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close