নওগাঁ প্রতিনিধি

  ২৮ এপ্রিল, ২০১৯

‘কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান বলেছেন, কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে। সরকারি চাকরির অপেক্ষায় না থেকে নিজেকে কিছু করার মন মানষিকতা তৈরী করতে হবে। বড় হতে হলে কষ্ট করতে হবে, তবেই সফলতা সম্ভব। যে কোন অবস্থান থেকেই সফলতা অর্জন করা সম্ভব। গতকাল শনিবার সকালে নওগাঁ শহরের টেনিস ক্লাবের ব্যবস্থাপনায় টেনিস ক্লাব মিলনায়তনে সুইমিংপুলের উদ্বোধনী অন্ষ্ঠুানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, পুলিশ সুপার ইকবাল হোসেন, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান। উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, এডিসি মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম শাহনেওয়াজ, এএসপি মুহাম্মদ রাশিদুল হক, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল বারী প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close