মানিকগঞ্জ প্রতিনিধি

  ২৮ এপ্রিল, ২০১৯

মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

উন্নত জীবনের জন্য সুস্বাস্থ্য লেখাপড়ার বিকল্প নেই

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, জাতির জনকের বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল দেশ গড়তে হলে আমাদের অবশ্যই একটা সুস্থ্য জাতি দরকার। জীবনে ভালো কিছু করতে হলে দুইটা জিনিস প্রয়োজন। একটি হলো লেখাপড়া অপরটি হলো সুস্থ্য শরীর। কারন যারা অসুস্থ থাকেন তাদের লেখাপড়া তো হবেই না এমনকি তারা জীবনের কোন আশাও পূরন করতে পারবে না। কাজেই যারা শিক্ষার্থী রয়েছো লেখাপড়া পাশাপাশি অবশ্যই খেলাধুলারও করতে হবে। যারা মেধাবী ও শারীরিকভাবে সুস্থ্য থাকবে তারাই দেশ গঠন করতে পারবে। কারন লেখাপড়া ছাড়া মানুষ জীবনে উন্নত করতে পারে না।

গতকাল শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বিকেজি উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মো. আব্দুল হামিদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এসএম ফেরদৌস, এএসপি (সদর সার্কেল) মো. হাফিজুর রহমান, জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান, জেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি লিয়াকত আলী ভান্ডারী প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close