চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ২৮ এপ্রিল, ২০১৯

মেয়াদোত্তীর্ণ খেজুর আমদানি করায় ব্যবসায়ীর জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে মেয়াদোত্তীর্ণ খেজুর মজুদ রাখার দায়ে এক গুদাম মালিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকালে শহরের পুরাতন বাজারের একটি গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ খেজুর জব্দ করা হয়েছে। রমজান মাসে বিক্রির জন্য এসব খেজুর আমদানি করা হয়েছিল। জব্দ করা এক হাজার ৩৪০ কেজি বিদেশি খেজুর ধ্বংস করা হয়। সদর মডেল থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ শনিবার সকালে শহরের পুরাতন বাজারের সুমাইয়া স্টোরে অভিযান চালায়। এসময় সেখান থেকে মেয়াদোত্তীর্ণ এক হাজার ৩৪০ কেজি বিদেশী খেজুর জব্দ করা হয়। পরে ইউএনও ভ্রাম্যমাণ আদালতে ওই গুদামের মালিক ও ম্যানেজারকে ৮০ হাজার টাকা জরিমানা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close