ভোলা প্রতিনিধি

  ২৪ এপ্রিল, ২০১৯

জেলেদের নিয়ে ভোলায় কর্মশালা

ভোলায় মাছ ধরা নিষিদ্ধ সম্পর্কে জেলেদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সমুদ্রে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মাছধরা নিষিদ্ধ থাকবে। জেলা মৎস্য দপ্তরের আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুরে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. অলিউর রহমান। কর্মশালায় জেলার ৭ উপজেলার সাগরের জেলেরা ছাড়াও বিভিন্ন জেলে সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন বঙ্গোপসাগরে সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোন প্রকার মৎস্য ও ক্রাস্টশিয়ান্স আহরণ বন্ধ থাকবে। ২০ মে ২০১৫ থেকে এই আইনটি চালু আছে। জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন ইউএনও মো. কামাল হোসেন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close